বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনার দুটি আসনে জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

খুলনায় তৃতীয় দিনের মত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা -৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই দুটি আসনের জাতীয় পার্টিসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং এক প্রার্থীর স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।

খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন