বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ২৬ এর কাছে

নিজস্ব প্রতিবেদক

মব, সংস্কার, বিক্ষোভ সংস্কারের সংবাদের মধ্যে দিয়ে দেশ থেকে একটি ইংরেজি বছর বিদায় নিয়েছে। আজ পূর্ব গগনে লাল সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে একটি নতুন বছরের যাত্রা শুধু হবে। বছরটি ঘিরে জাতির অনেক প্রত্যাশা। সেই সাথে আবেগ, উচ্ছ্বাস ও উৎসবের বিশ্বকাপ ও নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। নতুন বছরের কাছে জাতির প্রত্যাশা সংঘাত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এ ভূখণ্ড।

গেল বছর জুড়ে মব, বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার নিয়ে পাতা ভরা সংবাদ ছিল গণমাধ্যমে জুলাই সনদ ও গণভোটের হাঁ-না বিতর্কে ভূখণ্ডকে অস্থিরতা করে রাখে। সেই সাথে মূল্যস্ফীতি ও ইসলামী ব্যাংকগুলো এক সুতোর বাঁধনে আবদ্ধ হয়েছে। সাত কলেজের অধিভুক্ত নিয়ে তর্ক হয়েছে দিনের পর দিন। দুটি শোকে জাতিকে শোকাছন্ন করেছে। দেশনেত্রী বেগম জিয়ার চিরবিদায়ে সকল গণতন্ত্র মনা মানুষ কেঁদেছে। পথে পথে কালো পতাকা উড়েছে। জাতীয় পতাকা অর্ধ নিয়মিত রাখা হয়। দেশজুড়ে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদির খুনের ঘটনায় সচেতন বিবেক স্তব্ধ হয়েছে। গণ-অভ্যুত্থানে বিজয় পক্ষ কেঁদেছে। হাদির অনুসারীরা হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহাবাগে অবস্থান করেছে দিন রাত। শিববাড়িতে ও অবস্থান ছিল তাদের। সব মিলিয়ে বিদায়ি বছর ছিল অস্থিরতা। নতুন বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন।

নতুন বছরে আসবে নতুন সরকার। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনৈতিক সরকার। জাতির বিশ্বাস দীর্ঘ দিনের জঞ্জাল পরিষ্কার হবে। দুর্নীতির শিকড় উপড়ে পড়বে। বাস্তবায়িত হবে ৭১, ৯০ ও ২৪ এর চেতনা। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল বীর শহিদেরা। বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন চিরজাগ্রত হোক। স্বৈরশাসকের কবল থেকে আগামী দিনগুলোতো জাতি মুক্ত বাতাসে গণতন্ত্রের সাধ ভোগ করুক। দু’মুঠো ভাত, পরনে বস্ত্র, চিকিৎসা ও সর্বস্তরের মানুষের মাথা গোঁজার ঠাঁই হোক এ ভূখণ্ডে। জরাজীর্ণ ও দুষ্টচক্রের কালো ছায়া থেকে মুক্ত হোক আমাদের মান চিত্র। শুভ ও সুন্দর হোক আগামীর বাংলাদেশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন