বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

শ্রমিক শক্তির মোতালেবকে গুলি : সন্ত্রাসী ঢাকাইয়া শামীম সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় এন‌সি‌পির শ্রমিক শক্তির বিভাগীয় আহবায়ক মোঃ মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৬। শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাকী দুইজন হলেন, ত‌নিমা তন্বী ও আরিফ।

খুলনা র‌্যা‌বের মুখপাত্র মেজর মোঃ নাজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপর র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য মতে ও সিসি টিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা প্রাথমিক ভাবে কয়েকজনকে সন্দেহভাজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করি। তাদের আমরা ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি। পরবর্তীতে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সন্দেহভাজন হিসেবে মোঃ আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে শামীম সরদার ওরফে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং মাহদিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। সে নিজেই মোতালেব শিকদারের মাথায় গুলি করেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন