বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ইজিবাইক চালককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়নি, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

খুলনার হরিণটানা থানা এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় ছুরিকাঘাতে চালক জখম ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে শনাক্ত করা যায়নি। আহত ইজিবাইক চালক রাকিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হরিণটানা থানার ওসি তদন্ত টিপু সুলতান বলেন, “গত সোমবার রাতে তিন ব্যক্তি খুলনা বিশেষায়িত হাসপাতালের সামনে থেকে মোস্তর মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক চালক রকিবের সাথে চুক্তি করে। মোস্তর মোড়ে যাওয়ার পর তাকে একটু ভেতরে যেতে বলে। সেখান থেকে রাজবাধ যেতে আধা কিলোমিটার দূরে অন্ধকার স্থানে গাড়িটি থামাতে বলে। গাড়ি থেকে নেমে ওই তিন ব্যক্তি চালক রাকিবের গলায় ধারালো চাকু ধরে। একপর্যায়ে চালক গাড়ি টান দিলে তার গলায় পোচ লাগে। ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে মোস্তর মোড়ে চলে আসে চালক। ফোন দিলে ভাই এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন