বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

২৪ ঘণ্টায় নগরীতে ৩টি অপরাধমূলক ঘটনা : উদ্বেগ-উৎকণ্ঠায় নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’হাত কেটে জখম, ও ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে নগর জীবনে বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গত সোমবার সকালে গুলি করে দুর্বৃত্তরা। ওইদিন বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে এ ঘটনা ঘটে। একই দিনগত রাত সাড়ে আটটায় নগরীতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে রাকিব নামে এক চালক গুরুতর জখম হয়েছে। নগরীর মোস্তর মোড়ের রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়া গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে আক্তার মোল্লা নামে এক যুবকের দুই হাতে কেটে নেওয়ার উদ্দেশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। নগরীর দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। এনসিপি নেতার ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে একই সংগঠনের নেত্রী তানিয়া তন্বী নামক এক যুবতীকে। মামলা করা হয়েছে ৭/৮ জনের নামে। ছিনতাইয়ের চেষ্টায় আহত ইজিবাইক চালকের ঘটনায় কোন মামলা এখনও হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। দারোগার ভিটায় পরিচিত সন্ত্রাসীরাই কুপিয়ে দু’হাত জখম করলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেননি।

এদিকে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে চেষ্টা করছে। তবে আশানুরূপ কোন ফল আসছে না। যে কারণে দিন দিন নগরবাসীর মনে আতঙ্ক বাড়ছে। উদ্বেগ-উৎকণ্ঠায় পার হচ্ছে প্রতিটি মুহূর্ত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন