বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
অনলাইনে ভিসা কার্যক্রম শুরু

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর বন্ধ থাকা ভারতীয় ভিসার আবেদন কার্যক্রম গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। তবে নিরাপত্তা জনিত কারণে সকল কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হচ্ছে। কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়।

গতকাল রবিবার সকালে নগরীর শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে দেখা গেছে, ইউসুফ আহমেদ রোডের শেষ মাথা থেকে আহসান আহমেদ রোড মোড় পর্যন্ত ব্যারিকেড দেওয়া। নিরাপত্তায় রয়েছে পুলিশ, নৌ ও সেনাবাহিনী।

এছাড়া সহকারী হাইকমিশনার অফিসের নিরাপত্তার জন্য চারটি সড়ক বন্ধ রেখেছে প্রশাসন। সামসুর রহমান রোডে যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে যানবাহনগুলোকে। স্যার ইকবাল রোডের একাধিক ভিসা ব্রোকার প্রতিষ্ঠানগুলোর স্বত্তাধিকারীদের সাথে কথা বলে জানা যায়, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বুধবার দুপুরের পর থেকে ভারতীয় ভিসা অনলাইনে আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু খুলনায় অনলাইন সচল ছিল। বৃহস্পতিবার মার্চ টু ভারতীয় কনসুলেট অফিস কর্মসূচির ব্যানারে অবস্থান কর্মসূচি আহ্বান করা হলে বেলা ১২টার পর থেকে অনলাইনে ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্যার ইকবাল রোডের ব্রোকার প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সাধন সরকার বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত যেসব আবেদন গ্রহণ করা হয়েছিল তার ডেট (তারিখ) আজ সকাল থেকে দেওয়া শুরু হয়েছে। এছাড়া সকাল থেকে পুনরায় আবেদন গ্রহণ শুরু হয়েছে।”

এদিকে বৃহস্পতিবার বিকেলে সামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ে দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যেতে চাইলে সেনাবাহিনী ও পুলিশ বেড়িকেড দিয়ে দেয়।

সহকারী হাইকমিশনার কার্যালয়ের পাশর্^বর্তী রাস্তা বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে প্রেসক্লাবের পাশের রাস্তা দিয়ে যানবহন চলাচল করছে। যার কারণে বাড়ছে যানজট। হাইকমিশনার কার্যালয়ের মূল রাস্তার দু’পাশে থাকা বাড়ির বাসিন্দারা বাইরে যেতে পারছেন না।

ওই এলাকার আহমেদ নামে এক ব্যক্তি বলেন, “ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার জন্য বের হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।”

রিকশা চালক আবু তালেব বলেন, ইউসুফ আহমেদ রোড দিয়ে একজন যাত্রী নিয়ে আযম খান কমার্স কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু সিভিল সার্জনের অফিসের পাশে গিয়ে দেখি রাস্তা বেরিকেড দেওয়া। এখন যাত্রী নিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে গন্তব্যে যেতে হবে। যাত্রী তো ২০ টাকার ভাড়া ৪০ টাকা দিবেনা। সামসুর রহমান রাস্তাটি খুলে দেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ তাজুল ইসলাম বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার অফিসের নিরাপত্তা বিবেচনায় সেখানে পুলিশ, ডিবি পুলিশ, নৌ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকার পরিস্থিতি বিবেচনায় সামসুর রহমান রোড ছেড়ে দেওয়া হবে। তাছাড়া নগরীর আইনশৃংখলা রক্ষায় পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন