সোমবার । ১৫ই ডিসেম্বর, ২০২৫ । ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২

নগরীর সোনাডাঙ্গায় হার্ডবোর্ডের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পাশে একটি হার্ডবোর্ডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার এসআই জিবেশ মণ্ডল জানান, ডেল্টা ভবনের পাশে অবস্থিত দোকানটি সোহেল রানা ও জাহাঙ্গীর হাওলাদার নামে দুই ব্যক্তি যৌথভাবে পরিচালনা করতেন। সেখানে হার্ডবোর্ড ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করা হতো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন