খুলনার নবাগত জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, সাংবাদিক এবং নাগরিকদের সহযোগিতা ছাড়া জেলা প্রশাসন এককভাবে কোনো পরিবর্তন আনতে পারে না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জলমহাল ও খাসখাল দখলমুক্ত করা হবে। গল্লামারীতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করায় যানজট নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে সব স্থানের যানজট দূর করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

