অনুমতি ছাড়া খুলনার শহীদ হাদিস পার্কের গাছের ডাল কেটে বিক্রি করার অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান মালি আবু হানিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার পার্ক পরিদর্শনে গিয়ে কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এ নির্দেশনা দেন।
গত ৬ ডিসেম্বর হাদিস পার্কের গাছ কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কেসিসির সমালোচনা করেন অনেকে।
গতকাল রবিবার সকালে পার্ক পরিদর্শনে গিয়ে দেখা যায়, উত্তরপাশে কৃত্রিম পাহাড়ের পাশে লাগানো গাছের সবকটি ডাল কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা ডাল ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, বৈষয়িক কর্মকর্তা কেউই গাছ কাটার বিষয়ে কিছু জানাতে পারেননি। দুপুরে পার্ক পরিদর্শনে যান কেসিসির প্রশাসকসহ জেষ্ঠ্য কর্মকর্তারা।
এ সময় পার্কের প্রধান মালি আবু হানিফ জানান, “ডালগুলো শুকিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনি নিজ উদ্যোগে কেটে ফেলেছেন। গাছের ডাল কাটার আগে অনুমতি নেওয়ার বিষয়টি তিনি জানতেন না।”
কেসিসির প্রশাসক মোঃ মোখতার আহমেদ বলেন, “দায়িত্ব অবহেলার কারণে প্রধান মালিকে সাসপেন্ড করা হয়েছে। এই কাজে কার গাফিলতি রয়েছে খুঁজে বের করতে কমিটি গঠন করা হয়েছে।”
খুলনা গেজেট/এনএম

