বছর শেষ হতে চলেছে। শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার। বিভিন্ন রকমের বাহারি সবজির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ক্রেতাদের ভিড়ও দেখা যায় দোকানগুলোতে। তবে ভরা মৌসুমেও শীতের কিছু কিছু সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী। সবজির দাম দর নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে শহরের বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের ভিন্নতা পাওয়া গেছে। নগরীর গল্লামারী বাজারে সবজির দাম যেমন তার থেকে ময়লাপোতা সন্ধ্যা বাজারের সবজির দাম অনেকটাই বেশি। নিউমার্কেট কাঁচা বাজারের অবস্থাও ময়লাপোতা সন্ধ্যা বাজারের মতো, সে তুলনায় মিস্ত্রীপাড়া বাজারে সবজির দাম আবার কম। শেখপাড়া কাঁচা বাজার ও বানরগাতি কাঁচা বাজারেও সবজির দামের রয়েছে ভিন্নতা। আজকের বাজারের হালচাল, দরদাম নিয়ে বিভিন্ন বাজার ঘুরে যে বিষয়গুলো উঠে এসেছে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, কুশি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি কেজি ৪০ টাকা, ফুলকপির কেজি ৪০ টাকা, ওলকপি ৫০ টাকা, গাজর ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ৭০ টাকা, নতুন আলু ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, জলপাই ৬০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা। আর পেঁয়াজ ১৪০ টাকা, রসুন ৮০ টাকা, আদার কেজি ২০০ টাকা। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭০০-৭৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ টাকা ও ডিমের হালি ৪৪টাকা।
সন্ধ্যা বাজারের সবজি বিক্রেতা কবির মোল্লা বলেন, “গত বছরের তুলনায় এবছর সবজির দাম কম আছে।”
তবে বাজার ঘুরে যেটা বোঝা গেলো ভরা মৌসুমেও অনেক সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী।
ক্রেতারা বলেন, “এখন শীতের মৌসুম শীতকালীন সবধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তবে কিছু কিছু সবজির দাম অনেক বেশি।”
বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিজীবী ফজলুর রহমান বলেন, “আমরা যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে ঘরভাড়া, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ, মাছ-মাংস, ওষুধ কিনতেই প্রায় শেষ হয়ে যায়। আর সবজির জন্য যে টাকা বাজেটে রাখা হয়, সেই টাকা দিয়ে কিনতে পারি না। বাজার ঘুরে ঘুরে কিছু কমদামি সবজি নিয়ে বাড়ি ফিরতে হয়। আমাদের তো হাতে গোনা টাকায় মাস চালাতে হিমশিম খেতে হয়।”
খুলনা গেজেট/এনএম

