৯ম পে-স্কেল প্রদানের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন পালিত হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল, বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী, মোঃ হাসান, মোঃ আসিফ গাজী। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুয়েট কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিক চাকুরির ক্ষেত্রে পদবী অনুযায়ী সকল সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করার কথা থাকলেও সচিবালয়ের বাহিরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ১১-২০ গ্রেডের কর্মচারীরা সে সুবিধা থেকে বঞ্চিত।
গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি ১১-২০ গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য ও পদ বৈষম্য দূর না করে শুধুমাত্র প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মচারীদের মধ্যে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন। এমন কি অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বাড়ি থেকে এনে ভূতাপেক্ষভাবে পদোন্নতি ও আর্থিক সুবিধা প্রদান করেছেন। এতে করে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির দ্বারা ১১-২০ গ্রেডে কর্মরত কর্মচারীদের বিন্দুমাত্র সফলতা আসেনি।
বক্তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কর্মচারীদের ৯ম পে স্কেল প্রদানের দাবি না মানলে রাজপথে নেমে কঠোর আন্দোলনের ঘোষণা দেন এবং ৫ ডিসেম্বর ঢাকায় কর্মচারীদের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
খুলনা গেজেট/এমএম

