বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় এইডস আক্রান্ত ৯০ শতাংশের কারণ অনিরাপদ যৌন সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক

বছর জুড়ে খুলনায় ছিল ডেঙ্গুর প্রকোপ। শীতের শুরুতেই নিউমোনিয়া প্রাদুর্ভাব। এর মাঝে দুঃসংবাদ ভাসমান পতিতা ও আবাসিক হোটেলে অবৈধ মিলন থেকে এইডস দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের সিংহ ভাগই তরুণ। ২৫-৪০ এর কোটায় তাদের বয়স। আক্রান্তের পেছনের কারণ ৯০ শতাংশ অনিরপদ যৌন সম্পর্ক। বাকি ১০ শতাংশ আক্রান্ত হচ্ছে স্ক্যানিংবিহীন রক্ত থেকে। অনুমোদনবিহীন অধিকাংশ ক্লিনিকে রক্ত স্ক্যানিং এর ব্যবস্থা নেই। ক্লিনিকের সরবরাহকৃত রক্ত অনিরাপদ।

নগরীর নতুনবাজার, জেলা স্টেডিয়াম মার্কেট, হাদিস পার্ক এলাকা, শিববাড়ী মোড়, গল্লামারী, জিরো পয়েন্টে ভাসমান প্রতিতাদের দেখা মেলে। এদের পেছনে একশ্রেণীর দালাল থাকে। আবাসিক হোটেল, বটিয়াঘাটা উপজেলা রিসোর্ট সেন্টারে অবৈধ মিলন হয়। আবাসিক হোটেলে তরুণ-তরুণীরা সকাল থেকে দুপুর অবধি অবস্থান করে। স্কুল কলেজ পড়ুয়ারা অবাধে মেলামেশা করে। পীর খান জাহান আলী (রঃ) সেতুর আশেপাশেও এমন আশ্রয়স্থল আছে।

জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংক তথ্য দিয়েছেন ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এবছরের অক্টোবর পর্যন্ত নয় জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। তার মধ্যে আট জন পুরুষ। তারা এ স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষকে বলেছে অনিরাপদ যৌনমিলন থেকে এ দুরারোগ্য ব্যাধি ছড়িয়ে পড়ে। ওই সূত্রের দাবি সিভলিস থেকেও এর জীবাণু ছড়াচ্ছে। শুধুমাত্র এ হাসপাতালে প্রতিবছর গড়ে ৭ জনের শরীরে এ জীবাণু পাওয়া যায়।

এ রোগের চিকিৎসাও ব্যয় বহুল। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হতে বিনামূল্যে চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়। খুমেক হাসপাতালেও এ সুবিধা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে এসব সুবিধা নেই। বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এসব রোগীরা মুখ ফিরিয়ে নেয়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম গাজী প্রসঙ্গ নিয়ে বলেছেন, “আক্রান্তদের বয়স ২৫-৪০ এর কোটায়। জেলায় এইচআইভি জীবাণু পাওয়ার পেছনে কারণ হচ্ছে অনিরাপদ যৌনমিলন। ক্ষেত্র বিশেষ রক্তদাতার শরীরে এ জীবাণু থাকায় স্ক্যানিং বিহিন রক্ত অন্যের শরীরে প্রবেশ করার মধ্য দিয়েও আক্রান্ত হচ্ছে। স্ত্রী আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই স্বামী এইডস রোগে আক্রান্ত হয়। এইচআইভি বহনকারী গর্ভবতী মায়ের সন্তানও জন্ম থেকে এ জীবাণু বহন করে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন