নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মাহফুজ নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকার ডিআলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটার পরপরই আতঙ্কে আশপাশের দোকান মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান।
আহত মাহফুজ ওই এলাকার বাসিন্দা দাদো মিজানের চাচা শ্বশুর।
এ তথ্য নিশ্চিত করেছে খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ।
খুলনা গেজেট/এএজে

