শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিশখালী’ ঘুরে দেখলেন উৎসুক জনতা

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জন সাধারণের জন্য উন্মুক্ত করা হলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে দু’ঘণ্টা নগরীর বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে এ উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় যুদ্ধ জাহাজ বানৌজা “বিশখালী” দেখতে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

এ সময় জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট আফজালুল আলম ফরিদ সাংবাদিকদের বলেন, বর্তমানে নৌবাহিনীতে অত্যাধুনিক টেকনলজি যুক্ত হয়েছে। বানৌজা ‘বিশখালী’ সর্বশেষ যুদ্ধ জাহাজ। গত একবছরে এ জাহাজটি বিস্তির্ণ জলসীমায় সার্বভৌমত্ব রক্ষাসহ দেশি-বিদেশি জাহাজের নিরাপত্তা প্রদান করেছে। এটি অবৈধ মৎস্য আহরণে নিয়োজিত ছিল।

দর্শনার্থী তানিশা রহমান বলেন, আজকে এ জাহাজে এসে নৌবাহিনীর বিভিন্ন বিষয় জেনেছি। অনেক অজানা বিষয় তারা আমাদের বলেছে। বিশেষ করে পানিতে ডুবুরিরা কিভাবে কাজ করে। কিভাবে জলসীমায় মহড়া দেয়।

তৃতীয় শ্রেণির ছাত্র সুদীপ্ত বলেন, আমি বাবা-মায়ের সাথে যুদ্ধ জাহাজ দেখতে আসছি। খুব ভালো লাগছে। অনেক কিছু শিখেছি।

আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জেনেছি। সাধারণ দর্শক হিসেবে এ তথ্য জানা দরকার। তবে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও উন্নত প্রযুক্তি ও জাহাজ বাড়ানো দরকার।

এর আগে ফজরের নামাজের পর বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদসমূহে দোয়া মোনাজাত করেন। এসময় মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।

এছাড়া সকালে খুলনা নৌঅঞ্চল পূর্ব রূপসাস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি খুলনায় বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামরিক কর্মকতা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী উপস্থিত ছিল।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন