বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

ফুলতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি

সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নাশকতা মামলায় জড়িত থাকায় ইসরাত হাসান সিয়াম (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত সিয়াম ফুলতলার দামোদর গাজীপাড়ার মো. লুৎফর রহমান হাওলাদারের ছেলে।

ফুলতলা থানার এসআই শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার চৌদ্দমাইল মিমু জুট মিলের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন