নগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকার আলাউদ্দিন হত্যা মামলার আসামি মিন্টু শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর অভিযানিক দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রূপসা উপজেলার হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করে র্যাব। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মিন্টু শেখ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীর আলমগীর শেখের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

