ফুলতলা থানা পুলিশ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জামিরা ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জাসেম আল জাবের (৪৩)–কে গ্রেপ্তার করেছে।
তিনি ফুলতলার ধোপাখোলা গ্রামের মৃত আব্দুল সোবহান বিশ্বাসের ছেলে।
এসআই শফিক জানান, জাসেম আল জাবের ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা মামলার আসামি। বুধবার গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

