বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২
সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নগরীতে নিষিদ্ধ সংগঠন যুব ও ছাত্রলীগের মিছিল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবণচরা থানার সন্নিকটে সাচিবুনিয়া পাম্পের পাশে বাইপাস সড়কে এবং পাওয়ার হাউজ মোড়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব ও ছাত্রলীগ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এছাড়া মধ্যরা‌তে খুলনা বিশ্ববিদ্যালয় স‌ন্নিক‌টে ময়ূর নদীর পাশে ঝটিকা মিছিল এবং সদর হাসপাতালের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে‌ছে নি‌ষিদ্ধ দল‌টির নেতা কর্মীরা। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০/৫০ জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ঝটিয়া মিছিল বের করে। খবর পেয়ে সাথে সাথে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ’লীগের ৮/১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগীতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে। ১৩ তারিখকে কেন্দ্রকে নগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোষ্ট বাড়ানো হয়েছে। ওই দিন নগরীতে সাদা পোশাকে ডিবি পুলিশ এবং মোবাইল টিম রাস্তায় থাকবে।”

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “ ওইদিন নিরাপত্তায় মাঠে থাকবে ইউনিফর্ম পারা পুলিশ, সিটিএসবি এবং সাথে থাকবে সাদা পোশাকের পুলিশ। মোবাইল টিম এবং চেকপোষ্ট বাড়ানো হয়েছে।”

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন