শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় নারীটিকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. নুরুজ্জামান চানু বলেন, অজ্ঞাত নারীর লাশ বর্তমানে ডুমুরিয়া হাসপাতালে রাখা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন