পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাবেক আহবায়ক ও হরিঢালী ইউপির সাবেক ৫নং ওয়ার্ড সদস্য রাজীব গোলদারকে তার নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে হরিঢালী ইউপির নোয়াকাটী খাঁ পাড়া জামে মসজিদের সামনে থেকে হরিঢালী ক্যাম্প পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে সে এলাকা ছেড়ে আত্মগোপনে থাকার পর বর্তমানে এলাকায় অবস্থান করছিলেন।
এ ব্যাপারে পাইকগাছা থানার অন্তর্গত হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল ইসলাম জানান, শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজীব গোলদারকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

