শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

তিন দশক পর ফুলতলা স্টেশনে আজ থেকে থামবে বেতনা এক্সপ্রেস ও রকেট

ফুলতলা প্রতিনিধি

দীর্ঘ তিন দশক পর ২টি ট্রেনের পুনরায় যাত্রা বিরতি পাচ্ছে খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। ট্রেন ২টি হলো বেনাপোল গামী বেতনা এক্সপ্রেস ও সৈয়দপুরগামী রকেট। বেতনা এক্সপ্রেস আপে সকাল সাড়ে ৬টায় ও ডাউনে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং সৈয়দপুরগামী রকেট আপে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং ডাউনে রাত আড়াইটায় স্টেশনে পৌঁছাবে বলে স্টেশন মাস্টার ইনচার্জ জয়ব্রত সাহা জানান।

নতুন করে ট্রেনের যাত্রা বিরতিতে স্বস্তি ফিরে এসেছে ফুলতলা উপজেলাসহ অভয়নগর ও ডুমুরিয়ার একটা বৃহৎ অংশের জনগণের মাঝে। তবে এলাকাবাসির দাবি ফুলতলা স্টেশনে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের আপ এবং ডাউন যাত্রা বিরতি।

অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস বলেন, ফুলতলা রেল স্টেশন একটা ঐতিহ্যবাহী স্টেশন। কিছু সমস্যার কারণে এখানে দীর্ঘদিন বেনাপোল ও উত্তরবঙ্গগামী কোন ট্রেন থামতো না। ফলে আমাদের নওয়াপাড়া বা দৌলতপুর যেতে হতো। এখন থেকে আমরা এখান থেকে যেতে পারবো। ফলে সময় ও অর্থ দুটোই সেভ হবে আমাদের।

ফুলতলা স্টেশনে ট্রেন থামার দাবিতে গঠিত যাত্রা বিরতি কমিটির যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক মোঃ ইকতিয়ার শেখ বলেন, দীর্ঘদিনের দাবি ছিল প্রাচীন এ স্টেশনে তার ঐতিহ্য ফিরে আসুক। আমাদের দাবি কিছুটা হলেও পূরণ হতে চলেছে। তবে জনগণের দাবি পুরোপুরি প্রতিফলিত এখনও হয়নি।

সদস্য সচিব অধ্যাপক নাসির উদ্দিন বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা এই মুহূর্তে এই দুটি ট্রেন পেয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি পাব।

স্টেশন মাস্টার জয়ব্রত সাহা বলেন, স্টেশনে জনবল সংকট ও নিরাপত্তা সমস্যায় ভুগছি। ট্রেন দুটির যাত্রাবিরতির আদেশ আমরা পেয়েছি। কর্তৃপক্ষের নিকট চাহিদাও দিয়েছি। এখন অপেক্ষায় আছি এটি পূরণের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন