ফুলতলায় পুকুরের পানিতে ডুবে আবরার নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জামিরা গ্রামের নিজ বাড়ির পুকুরে এ ঘটনাটি ঘটে।
সে ওই গ্রামের শাহারুল ইসলাম শাবার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুুপুরে বাড়ির উঠানে খেলা করছিল আবরার। সবার অলক্ষ্যে কোন এক সময় পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা তাকে না দেখতে পেয়ে পুকুরে গিয়ে খোঁজা খুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ফুলতলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খুলনা গেজেট/এএজে

