খুলনায় অটো রাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তার হোসেন সড়কে এ ঘটনা ঘটে।
ইমরান লবণচরা এলাকার রূপসা রাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে এ হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

