মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

কয়রায় আমনের ক্ষেত ইঁদুরের পেটে

কয়রা প্রতিনিধি

খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে আমন ধানের ক্ষেত গুলোতে ইঁদুরের উৎপাত দেখা দিয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকরা ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে কীটনাশক প্রয়োগ করে ইঁদুরের উপদ্রব কমাতে পারছে না।

কয়রা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কয়রা উপজেলায় ১৬ হাজার এক’শ ১২ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এবং ২৪’শ কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

ভান্ডারপোল বিলের কৃষক মোঃ ফজলু গাজী বলেন, আমি এই বছর ৬ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। এক মাসের মত সময় ধরে ইঁদুরে ধান কাটছে খুব, কীটনাশক দিয়েও কোনো কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি অফিসাররা বিলে এসে আমাদের কোনো পরামর্শ দেয় না।

একই বিলের কৃষক আবু বক্কর সানা ও আঃ সবুর সানা বলেন, ইঁদুরে ধান কাটছে, খুব কীটনাশক দিচ্ছি কোনো কাজ হচ্ছে না।

চন্ডিপুর বিলের কৃষক আব্দুর রশিদ বলেন, ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়েছে। ওষুধ দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না।

বামিয়া পশ্চিম বিলের কৃষক মোঃ দেলোয়ার গাজী বলেন, আমি ৪ বিঘা জমিতে আমন ধান লাগায়ছি। ইঁদুরের ৫ শতককের মতো জমির ধান খেয়ে ফেলেছে। কীটনাশক দিয়েও কোন কাজ হচ্ছে না।

মহারাজপুর বিলের কৃষক মোঃ হাসান মাহমুদ বলেন, আমি এই বছর ২ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। ইঁদুরের উৎপাত খুব। ওষুধ দিয়েও কাজ হচ্ছে না।

এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি অফিসারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন