মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করতে পারেনি প্রার্থীরা, বানচাল ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফর্ম সরবরাহের প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে প্রার্থীরা ইসি রুমে মনোনয়নপত্র নিতে গেলে সেখান থেকে তাদের বিভিন্ন কথা জানিয়ে দেওয়া হয়। তবে প্রার্থীরা নির্বাচনকে বানচাল করার অভিযোগ তুলেছেন পরিচালনা কমিটির বিরুদ্ধে।

আগামী ৩০ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনী শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করার তারিখ নির্ধারণ ছিল। সকাল থেকে ইসি রুমের সামনে প্রার্থীর মনোনয়নপত্র নেয়ার জন্য ভিড় করতে থাকে। কিন্তু সেখান থেকে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয় প্রিন্টিংয়ে কিছু ভুল থাকায় আজ তা দেওয়া সম্ভব হচ্ছে না।

পরবর্তীতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ফর্ম নিতে না পারায় অনেক প্রার্থীরা খালি হাতে ফিরে যান।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের সভাপতি প্রার্থী এ্যাডঃ আক্তার জাহান রুকু অভিযোগ করে বলেন, ঘোষিত তফশিল অনুযায়ী আজ (গতকাল বৃহস্পতিবার) মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিন। এদিন সকালে তা নিতে প্যানেলের ১৪ জন ইসি রুমে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে জানানো হয় মনোনয়ন পত্র এখনও ছাপা হয়নি। এ যেন গোড়ায় গলদ।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ইচ্ছা করে কালক্ষেপণ করছেন। তারা সমিতিতে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হতে চাইছেন। তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। নির্বাচন হবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

জামায়াতের আইনজীবী পান্না বলেন, নির্বাচনী পরিষদের চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ গতবছরও একইভাবে মনোনয়নপত্র না দিয়ে শেষ সময় অসুস্থতার অজুহাত দেখায়। পরে ১ মিনিটের সাধারণ সভায় এডহক কমিটি বর্ধিত করেন। জামায়াতের আইনজীবীদের পক্ষ থেকে তখন তাৎক্ষণিক প্রতিবাদ সভা করা হয়েছিল। এবারও সেই একই কায়দায় হাঁটছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

খুলনা জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব নুরুল হাসান রুবা বলেন, আজ প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের কথা ছিল। কিছু প্রিন্টিংয়ে ভুল থাকার কারণে ফর্ম ছাপা করা হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে মনোনয়নপত্র প্রার্থীরা নিতে পারবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন