মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

খুলনার নতুন কারাগার উদ্বোধন ১ নভেম্বর, থাকছে আগেরটাও

নিজস্ব প্রতিবেদক

ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে আরও কয়েকবছর আগে। নির্মাণ কাজে ত্রুটি, মাটি ভরাটের কাজ অসমাপ্ত থাকায় বার বার পিছিয়েছে উদ্বোধনের তারিখ। সর্বশেষ ১ নভেম্বর কারাগার চালুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় খুলনার নতুন কারাগারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ভরাট করা মাটি সমান করার কাজ চলছে। স্কেভেটর দিয়ে দ্রুত গতিতে কাজ চলছে। কারা ফটক, প্রশাসনিক ভবনসহ অন্যান্য স্থাপনায় দায়িত্ব পালন শুরু করেছে কারারক্ষীরা।

খুলনা কারাগারের জেলার মোহাম্মদ মুনীর হুসাইন বলেন, জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে কারাগার চালু করা সম্ভব হচ্ছে না। প্রথমে ১০০ জন বন্দি নিয়ে সীমিত পরিসরে কারাগার চালু হবে। পর্যায়ক্রমে সেখানে আরও বন্দি নেওয়া হবে।

তিনি বলেন, নতুন কারাগার চালু হলেও পুরাতন কারাগারও বহাল থাকবে। খুলনায় দু’টি কারাগার চালু রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বর্তমান কারাগারের কর্মকর্তারাই দু’টি কারাগারের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১১ সালে। গত ১৪ বছরে ৮ বার প্রকল্পের সময় বেড়েছে, দুই দফা সংশোধনের পর ব্যয় বেড়ে হয়েছে ২৮৮ কোটি টাকা। মাস্টারপ্লান অনুযায়ী কারাগারে ৪ হাজার বন্দি থাকতে পারবে। আপাতত দুই হাজার বন্দি থাকার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন পড়লে পৃথক প্রকল্প নিয়ে ভেতরে আরও স্থাপনা নির্মাণ করা যাবে। নতুন কারাগারে বন্দিরা সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন