মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুম্মান (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে আহত করে।

জুম্মান সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ পল্লীর বাসিন্দা সুমনের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৮টার কিছু আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কটাকাটি হয়। এ সময় হাতাহাতির ঘটনায় তাদের কয়েকজন আহত হয়। খুলনা মেডিকেল কলেজের সামনে ওষুধ কিনতে গেলে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুম্মানের ডান পায়ের ঊরুর ওপর আঘাত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে জুম্মান। আহতের পরিবার থানায় কোনো অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, জুম্মান এবং তার বাবা সুমন সোনাডাঙ্গা থানা এলাকার পেশাদার মাদক কারবারি। মাদকের বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা বলে সূত্রটি দাবি করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন