মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

ডুমুরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় দিনমজুর নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষ মন্ডল (৪১) নামে এক দিনমজুর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুটুদিয়ার মাসুম (৪০) আহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।

সে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের জিতেন মন্ডলের ছেলে। মৃত্যুকালে সে মা, স্ত্রী, ১ ছেলে, দু’সহোদরসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো টিয়াবুনিয়া এলাকার একটি প্রজেক্টে দিনমজুরের কাজ করতে যায় প্রভাষ মন্ডল। কৈয়া বাজার থেকে সুতালি কিনে প্রজেক্ট যাওয়ার জন্য সে রাস্তা পার হচ্ছিলো। এসময় গুটুদিয়ার দিক দিয়ে দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় প্রভাষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত প্রভাষকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রম শ্মশানে প্রভাষ মন্ডলের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফাত মজলিসের খুলনা-৫ আসনের প্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, আব্দুল লতিফ জমাদ্দারসহ স্থানীয় জনপ্রতিনিধি, মির্জাপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ গ্রামবাসী একনজর দেখার জন্য তার বাড়িতে ছুটে যান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন