নগরীর শান্তিধাম মোড় এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি ও জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিরাজু ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পূর্বপরিকল্পিত এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার ওপর আঘাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য এবং পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তারা বিচারহীনতার সুযোগ নিয়ে বারবার অপরাধ সংঘটিত করছে।
জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান মাহমুদ এক বিবৃতিতে বলেন, এই হামলা শুধু আমাদের সংগঠনের ওপর নয়, খুলনার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। প্রশাসন দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ নাশকতা বা রাজনৈতিক সহিংসতার সাহস না পায়।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
