বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

খুলনা সড়ক ও জনপথ বিভাগের মাষ্টাররোল কর্মচারীদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা সড়ক ও জনপথ বিভাগের সকল মাষ্টাররোল শ্রমিকরা রবিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২ টায় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এ স্মারকলিপি গ্রহণ করেন।

মাষ্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ২৭ মামলার নিতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অর্ন্তভুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ-এর সভাপতি কে এ জামান এবং সাধারণ সম্পাদক এ কে এম ছাইফুর রহমান আলম এর উদ্যোগে জাতীয় শ্রমিক দলের ব্যানারে সারা বাংলাদেশে এই মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা রনি, সহ-সভাপতি সুব্রত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর আবদুল জব্বার, আলমগীর হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন