বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২
বিজিএ’র নব-নির্বাচিত চেয়ারম্যান

‘কাঁচা পাট ব্যবসার উন্নয়নে কাজ করতে সবার পরামর্শ ও সহযোগিতা চাই’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)’র চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এস এম সাইফুল ইসলাম পিয়াস ও ভাইস চেয়ারম্যান পদে মোঃ তারেক আফজাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে নবাগত চেয়ারম্যান পাট ব্যবসা ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

নব নির্বাচিত বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির তার অনুভূতি ব্যক্ত করে খুলনা গেজেটকে বলেন, “আমি গুরুদায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ব্যবসায়ী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। সবেমাত্র নির্বাচিত হলাম। এখনও দায়িত্ব গ্রহণ করি নি। আগামী ২ নভেম্বর শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর কার্যনির্বাহী কমিটির সদস্যের সঙ্গে বসে কর্মপরিকল্পনা ঠিক করব। কাঁচা পাট রপ্তানিতে যে জটিলতা দেখা দিয়েছে সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে নেপাল এবং পাকিস্তানের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কারোর সঙ্গে দ্বিধা-দ্বন্দ্ব না রেখে কাজ করতে চাই। কাঁচা পাট ব্যবসা ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করতে পারি তার জন্য সবার দোয়া, পরামর্শ এবং সহযোগিতা চাই।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন