দিঘলিয়ার সেনহাটি উপজেলায় রোববার (১৯ অক্টোবর) রাতে শাহিনুল ইসলাম(৪৫) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সে সেনহাটি মধ্যমপাড়া এলাকার মৃত: শামসুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাহিনের সঙ্গে অর্থনৈতিক কারণে পারিবারিক দন্ধের জের ধরে আত্মহত্যা করে। প্রতিবেশীরা সারাদিনে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখে। অনেক ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা থানায় যোগাযোগ করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সবার উপস্থিতিতে আড়া থেকে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নার তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয় হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইস এম শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেন ।
খুলনা গেজেট/এএজে

