বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

রূপসায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রূপসায় ক্যানেলে ভাসমান অবস্থায় নিখোঁজ রেজাউল ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডের সন্নিকটে সিএনবির ক্যানেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রেজাউল ইসলাম বাগমারা বাজারের পান ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যাবসা করে আসছে। গত শুক্রবার রাতে তার বাবা তাকে দোকানে রেখে বাড়ি চলে যান। তিনি ওই রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজির পরও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে স্থানীয়রা রেজাইলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন