বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

আঠারো মাইল সড়কে বড় বড় গর্ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন

কপিলমুনি প্রতিনিধি

১৮ মাইল টু পাইকগাছা প্রধান সড়কের গোলাবাটী মোড় সংলগ্ন স্থানে বড় বড় গর্তে হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর এমন দুর্ঘটনা ঘটে চললেও নেই সংস্কারের কোন উদ্যোগ।

দেখা যায়, পাইকগাছা অভিমুখে প্রধান সড়কের গোলাবাটী ঈদগাহ থেকে আল্লারদান মসজিদ পর্যন্ত প্রায় ৬০ মিটার রাস্তার অবস্থা খুবই নাজুক। কোথাও কোথাও মূল সড়কের বেজমেন্ট থেকে এক ফুট থেকে দেড় ফুট গর্তে পরিণত হয়েছে। উচু নিচু গর্তের মধ্যে দিয়ে যানবাহন গুলো চলছে যেন হেলে দুলে।

দুর্ঘটনার শিকার নছিমন চালক রমজান আলী জানান, ‘আঠারো মাইল বাজার থেকে কলা লোড করে পাইকগাছা যাবার পথে এখানে এসে গাড়ীটি গর্তে পড়ে উল্টে গিয়েছে। অনেক চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারিনি। প্রধান সড়কের এমন বেহাল অবস্থার ফলে প্রতিনিয়ত এখানে মাল বোঝায় যানবাহন ও যাত্রী বোঝায় ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অনেকে মারাত্মক আহত হয়ে বাড়ি ফিরছে। ১৮ মাইল টু পাইকগাছা প্রধান সড়কের এই জায়গায় একটু বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে থাকে। যেখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে।

এ ব্যাপারে পাইকগাছা নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা এক মাসের ভিতরে সড়ক সংস্কার করা না হলে ইউএনও অফিস ঘেরায় করার আল্টিমেটাম দেন। কিন্তু আদ্যাবদি প্রধান সড়কের গোলাবাটি স্থানে সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন