ডুমুরিয়া গাছ চাপা পড়ে নাছির মজলিস(৫৫) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহপুর গাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে খরসঙ্গ গ্রামের জয়নাল মজলিসের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, শাহপুর গাজী পাড়ার কামাল সরদারের একটি মেহগনি গাছ কেটে দেওয়ার পর অসাবধানতাবশত কাঠুরিয়ার মাথায় গাছের একটি ডাল এসে পড়ে। এসময় মাথায় প্রচুর- ক্ষত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

