দাকোপে বস্তাবন্দি অবস্থায় আশিষ সরকার (৫৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকার মথুর রায়ের বাড়ি সংলগ্ন চুনকুড়ি নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সে ওই এলাকার মৃত নির্মল সরকারের ছেলে। তার স্ত্রী ও ২ ছেলে আছে।
মৃত আশিষের স্বজনরা জানা, গত ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে তার নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে আশিষের স্ত্রী কমল সরকার গত ১৬ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে নিহত আশিষের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
খুলনা গেজেট/এএজে

