বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে নৌ বাহিনী। ১৫ অক্টোবর রাত ১১টায় খুলনা মহানগরীর তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার আশিকুর রহমান (৩৬) ও বশির উদ্দিন (৩৮)।
এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ব্যাংকের চেক, ব্ল্যাংক স্ট্যাম্প ও ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

