আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ১ বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে। আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার কয়রা উপজেলা যুবদলের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দারিদ্র মানুষকে ফ্যামিলি কার্ড দিবে। যে কার্ড দিয়ে আপনারা ন্যায্য মূল্যে নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র কিনতে পারবেন। নারীর ক্ষমতায়নের জন্য আমরা এই কার্ডের মালিক করব পরিবারের গৃহিণীকে। যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে আমরা কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেব। সেই কার্ডের মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে সার কীটনাশকসহ কৃষি পণ্য কিনতে পারবেন। এই কার্ডের মালিক হবে একজন কৃষাণী।
কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরীফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ এবং যুগ্ম আহবায়ক ইছানুর রহমানের সঞ্চয়নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন ইবাদুল হক রুবায়েদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাদিমুজ্জামান জনি।
এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম কাগজী, এম এ হাসান, মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস, মোঃ জাহিদ হোসেন শোভন, গোলাম রসুল, হেলাল উদ্দীন, জামাল ফারুক জাফরিন, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।
খুলনা গেজেট/এমএম

