জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব নিয়ে নগরীর হাদিসপার্কে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে খুলনার তরুণদরা একটি ফ্ল্যাশমব অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানে তরুণরা ‘দূষণ নয়, নির্মল বাতাস চাই’, ‘সবুজ বাঁচলে, খরা হার মানবে’, ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’, আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে এগিয়ে আসুন’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড উপস্থাপন করেন।
জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলোকে ব্রাজিলে অনুষ্ঠেয় কপ- ৩০ এর বৈশ্বিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে জাগো ফাউন্ডেশন-এর দেশব্যাপী ক্যাম্পেইন জলবায়ু কন্ঠস্বর : আমাদের জলবায়ু, আমাদের ভবিষ্যৎ’- এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলা শাখা।
যুবসমাজের উদ্ভাবনী বার্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আচরণগত পরিবর্তন এবং বৈশ্বিক আলোচনায় তরুণদের কণ্ঠস্বরকে যুক্ত করার লক্ষ্যে পরিচালিত এই ফ্ল্যাশমবে স্থানীয় তরুণরা তাদের উদ্ভাবনী পরিবেশনা এবং সৃজনশীল প্রচারণার মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা এবং এর সমাধানের জন্য তাদের দাবিগুলো তুলে ধরে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা জেলা এর পক্ষ থেকে প্রজেক্ট অফিসার ফারহানা ইয়াসমিন আয়েশা বলেন, “বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জলবায়ু সংকটের শিকার মানুষের কথাগুলো প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় না। আমাদের এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল স্থানীয় সমস্যাগুলোকে জীবন্ত করে তোলা, যাতে বৈশ্বিক নীতিনির্ধারকরা আমাদের তরুণদের বার্তা গুরুত্বের সাথে বিবেচনা করেন।”
খুলনা গেজেট/এএজে

