মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

দিঘলিয়ায় পিস্তল ও গুলিসহ কনডম রিপন গ্রেপ্তার

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ায় পুলিশ ও নৌবাহিনী অভিযান চালিয়ে হত্যাসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপনকে (৩৫) ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ফরমাইশখানা গ্রামের সোবাহান হাওলাদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আনসার শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনী ফরমাইশখানা গ্রামে কনডম রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় রিপন পুলিশ ও নৌবাহানী উপস্থিতি টের পেয়ে পাশের বাড়ি সোবাহান হাওলাদের বাড়িতে প্রবেশ করে অস্ত্রসহ অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশ ও নৌবাহিনী সোবাহান হাওলাদারের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন বলেন, হত্যাসহ ১১টি মামলার আসামি রিপন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন