খুলনা মহানগরীর বসুপাড়া বাঁশতলায় চাঞ্চল্যকর বাবা লিটন খান হত্যার ঘটনায় ছেলে ও পূত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, লিটন খান হত্যার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের খুলনায় আনা হচ্ছে।
উল্লেখ্য, মাদকের টাকা না পেয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বাঁশতলা এলাকায় ছেলে আবু বকর লিমন ও পুত্রবধূ চাঁদনীর হাতে নৃশংসভাবে খুন হয় মাছ ব্যবসায়ী লিটন। ঘটনার একদিন পর নিহতের স্ত্রী শিউলি বেগম ছেলে ও পুত্রবধূকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এমআর
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
