মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নগরীর সাত নম্বর ঘাটে ঘুরতে এসে বিড়ম্বনায় দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক

নেই নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। ফুটপাত হকারদের দখলে, নেই বসার ভালো ব্যবস্থা। এমনই দুরবস্থা খুলনা মহানগরীর ৭ নম্বর ঘাট এলাকার, নদীর পাড় ঘিরে গড়ে ওঠা বিনোদন স্পট। মনোরম পরিবেশ হওয়ার কারণে নগরীর বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসে দর্শনার্থীরা। ঘুরতে এসে তাদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।

ঘাটে ঘুরতে আসা মোঃ সানি বলেন, “পথ শিশুরা বিরক্ত করে টাকা চায়, ওদের মনমতো না হলে ছাড়তে চায় না। কাপল দেখলে বেশি বায়না করে। এখানের নিরাপত্তা ব্যবস্থা ভালো না, রাস্তা, নদীর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন না। এছাড়া ফুটপাতের উপর দোকান বসে চলাচলে সমস্যা হয়।”

ঘুরতে আসা বয়রা এলাকার বাসিন্দা সাফায়াত জানায়, “আমরা ঘুরতে এসে নদীর পাড়ে বসবো। কিন্তু বসার জায়গাগুলোতে দোকানদারেরা চেয়ার বসিয়ে রেখেছে কাস্টমারদের জন্য। বসার কিছু জায়গা আছে যেগুলো দোকানদারেরা চেয়ার সাজিয়ে টেবিল হিসেবে ব্যবহার করে। চেয়ারে বসলে তাদের কাছ থেকে কিছু কিনতে হবে। তা না হলে কিছু সময় পর উঠিয়ে দেবে। এত বড় একটি জায়গা, অনেক মানুষ আসে। আর শুক্রবার তো মানুষের জন্য হাঁটা যায় না। অথচ নেই টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা।”

দৌলতপুর বাসিন্দা শারমিন আক্তার সুমি বলেন, “সময় পেলেই এখানে ঘুরতে আসি। এখানে বসার জায়গা নেই। যেখানে-সেখানে ময়লা ফেলানো থাকে। যাদের দায়িত্ব তারা যদি আরো গোছালো একটি জায়গা করতো সবার জন্য ভালো হতো। রাস্তার পাশে ফুল গাছ লাগানো, বসার জায়গা বৃদ্ধি করা এগুলো করলে সকলের উপকার হতো।”

খুলনা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “আমরা এ বিষয়গুলো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছি।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন