আমরা আজকে বিয়েতে এসেছি যে জুলাই আন্দোলনে চোখ হারিয়েছে। আমরা দেখেছি যখন রাহাতের চোখে রক্ত ঝরছিলো তখনও সে থেমে থাকেনি। আমাদের যে-সব ভাই শাহাদাত বরণ করেছে আমরা তাঁদের জন্য দোয়া করছি। জুলাই-আন্দোলনে আহত যোদ্ধা সাইফ আরেফিন রাহাতের বিবাহ অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। । বৃহস্পতিবার (২ অক্টোবর) দৌলতপুরের পাবলায় সাইফ আরেফিন রাহাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইশরাত জাহান।
এসময় সাদিক কায়েম বলেন, ১৮ জুলাই যখন আমাদের আমাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল, তখন আমি মিয়া গোলাম পরওয়ার চাচাকে ফোন দিয়েছিলাম। উনাকে বলেছিলাম, এই যে বিশাল আন্দোলনকে যদি আমরা গণ আন্দোলনের রূপ দিতে পারি তাহলে খুনি হাসিনার পতন নিশ্চিত। চাচা আমাকে বলেছিল, আমরা তোমাদের সাথে আছি। তোমরা তোমাদের মত করে কাজ করে যাও। সেই কথা আমাদের উজ্জীবিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
