মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তীতে নগরীতে শোভাযাত্রা

নিজস্ব প্রতি‌বেদক

রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় স্কুলের প্রাক্তণ ও বর্তমান শিক্ষারথীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারী স্কুল প্রাঙ্গণে প্রদক্ষিণ করে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে মূল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন খুলনা মেট্রো পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠান সূচী অনুযায়ী তারপর কেক কাটা, ‘আলোকিত হোক আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনায় অংশ নেয় শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তণ শিক্ষার্থীরা একে অপরে বহুদিন পর দেখে জড়িয়ে ধরতে দেখা যায়। অনেককে নাচতে দেখা যায় এ সময়। এক সাথে নিজের ব্যাচের সাল বলে চিৎকার করে তারা।

বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি রোটারী স্কুলের বৃহস্পতিবার সকালের পরিবেশ ছিল উৎসবমূখর।

২০০০ সালের এস এস সি ব্যাচের সালেহীন আহমেদ রোমেল বলেন, এতদিন পর পুরাতন সেই বন্ধুদের একসাথে দেখে আনন্দে কি করবো বুঝতেছিনা। আমরা নিজেদের জীবনে এখন খুব ব্যস্ত। লন্ডনে আমার ব্যবসা রেখে এসেছি এ অনুষ্ঠানে থাকবো বলে। চুল পেকেছে আমাদের কিন্তু এতদিন পর ছোটবেলার বন্ধুদের দেখে যেন আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি।

অনুষ্ঠান রয়েছে ৩ অক্টোবর শুক্রবারেও। বর্ণাঢ্য আয়োজনে পরদিনও আনন্দ চলবে সারাদিন-রাত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন