দুর্গাপূজাকে কেন্দ্র করে নগর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশেষ করে দুপুরের পর থেকে নগরীর প্রধান সড়ক, বিনোদন কেন্দ্র, পূজা ম-পের আশপাশে বেড়েছে যানজটের চাপ। শিববাড়ি, বড় বাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে তৈরি হয়েছে যানজট। তবে এনিয়ে বিরক্ত হচ্ছেন না কেউই। হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সবাইকে সহযোগিতায় তৎপর থাকতে দেখা গেছে।
এদিকে যানজট এড়াতে নগরীতে ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আগে রাত ১০টা পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতেন। সেই সময় রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নগরীর শিববাড়ি, ময়লাপোতা, শান্তিধাম, ফুল মার্কেট, ডাক বাংলো, হেলাতলা মোড় ঘুরে দেখা গেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপচেপড়া ভিড়। সপরিবারে পূজা দেখতে আসছেন সবাই। কয়েকটি মণ্ডপে তাদের সঙ্গে অন্য ধর্মাবলম্বীদেরও উৎসবে সম্পৃক্ত হতে দেখা গেছে। সড়ক আটকে মণ্ডপ স্থাপন করায় বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এনিয়ে কেউ অস্বস্তি বা বিরক্ত প্রকাশ করেনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শাহনেওয়াজ খালিদ খুলনা গেজেটকে বলেন, “আগে ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতেন। পূজায় যানবাহনের চাপ বাড়ায় সকালে শিফট বিকাল ৩টা পর্যন্ত এবং রাতের শিফট রাত ১২-১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্দিরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেষ্ঠ্য কর্মকর্তারা মাঠে থেকে এই কার্যক্রম তদারিক করছেন। যান কারণে যানজট তুলনামূলক কমে গেছে।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
