বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ফয়সাল (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার ইস্টার্ন জুট মিলের ভেতরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ফয়সালের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আহত ফয়সাল উপজেলার অবক্ষয় স্কুল এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।

আইচগাতি ক্যাম্পের এএসআই কামাল বলেন, যারা ফয়সালকে কুপিয়ে জখম করেছে তারা ফয়সালের পূর্বপরিচিত। সন্ধ্যায় ফয়সাল দুর্বৃত্তদের সঙ্গে একটি নৌকায় চড়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি ইস্টার্ন জুট মিলের সামনে পৌঁছালে নামার সঙ্গে সঙ্গেই ৫ জন দুর্বৃত্ত কোনো কথা না বলেই তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার দুই পায়ের জখম গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন