বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর চারটি থানায় কাউন্সিলে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়স্থ একটি হোটেলে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ সেপ্টেম্বর নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, আড়ংঘাটা ও লবনচরা থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের শপথ বাক্য পাঠ করান যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর সভাপতি এইচ এম তাজুল ইসলাম।

এসময় আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন নগর সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জুবায়েত শেখ সম্রাট।

চার থানার দায়িতপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, সদর থানার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন শেখ।

সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ মিঠু শেখ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম।

লবণচরা থানার সভাপতি মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আজহারুল গাজী এবং আড়ংঘাটা থানার সভাপতি মোঃ রবিউল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোড়ল, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ রবিন। অনুষ্ঠানে ভিপি নুরুল হক নূরের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন