রূপসার জাবুসা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাবুসা চৌরাস্তা মোড় সন্নিকটে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে রাত ৯টার দিকে উপজেলার জাবুসা চৌরাস্তার নিকটবর্তী আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক পুরুষের লাশ করা হয়েছে।
ধারনা করা হচ্ছে তিন থেকে পাঁচ দিন ধরে মৃত ব্যক্তি পানিতে ছিলো। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছেনা। তবে ময়না তদন্ত রিপোর্ট এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার তারিখ ও সময় এবং মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর বলা যাবে।
খুলনা গেজেট/এমআর