নগরীর লবনচরা এলাকায় এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
মৃতের বয়স আনুমানিক ৮০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে ওই বৃদ্ধ পড়েছিলেন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছি।