বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় সাদিকুল হত্যা মামলার ১২ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলায় আলোচিত গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িযোগে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। কিন্তু আগাম সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা নগরীর ডাকবাংলা মোড় থেকে তাদের আটক করে। পরে তাদের ফুলতলা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— মো. হাবিবুর রহমান গাজী (৩৪), মো. তৈয়েবুর রহমান (২৮), মো. আসলাম বিশ্বাস (৫০), মো. আসিফ বিশ্বাস (২৩), মো. সজিব বিশ্বাস (২০), মো. ইমামুল বিশ্বাস (২৩), রেবেকা খাতুন (৬৫), সুমাইয়া বেগম (২৮), তাবাচ্ছুম হুর (২৫), রওশন আরা বেগম (৪২), মো. শাহাদাত জুমাদ্দার (৪৭) এবং মো. শাহ আলম (৩৪)।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন